জাতীয় স্মৃতিসৌধে এনসিপির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়।
এতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেনসহ দলটির নেতাকর্মীরা।
এনসিপি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দলটির নেতারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন।