ভোর হতে না হতেই হোটেল ছাড়ার তাড়া বাংলাদেশ দলের। গন্তব্য গৌহাটি বিমানবন্দর। তাই শিলংয়ের হোটেল ভিভানতা সকাল সাড়ে সাতটায় ছেড়ে দিয়ে রওনা হন হামজারা।
ছয় বছর পর আবার ভারতের মাটিতে খেলল বাংলাদেশ। সেই এশিয়ান কাপ বাছাইয়ের মতো এবারও বাংলাদেশ ড্র নিয়ে ভারত ছাড়ছে। কলকাতার সল্টলেকে জয়ের সম্ভাবনা তৈরি করে শেষ মুহূর্তে গোল হজম করে এক পয়েন্ট প্রাপ্তি।
এবার শিলংয়ের জওহরলাল নেহেরুতে গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট। এদিকে,ভারতে দুই এশিয়ান কাপ বাছাইয়ে জেতার সুযোগ তৈরি করেও না জিততে না পারায় একটু অতৃপ্তি রয়েছে রহমতের, ‘আসলে দুই বারই আমরা জয়ের অবস্থানে ছিলাম। শেষ পর্যন্ত আসলে হয়নি।’ রহমতের মতো দুই ম্যাচই খেলেছেন সিনিয়র সোহেল রানা।
তার বক্তব্য, ‘এই ম্যাচে আমরা গোলের সুযোগ মিস করেছি। হোম ম্যাচে এই ভুল শোধরাতে চাই।’ ভারতের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে কালকের খেলায় বাংলাদেশের প্রাধান্য ছিল। এতে খানিকটা তৃপ্ত গতকাল অধিনায়কত্ব করা দুই ফুটবলার, ‘আমরা ম্যাচে বেশি সুযোগ ও ভালো খেলেছি।’
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর গতকাল বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে। হামজার পারফরম্যান্স ও নিবেদনে মুগ্ধ বাংলাদেশ দলের দুই সিনিয়র ফুটবলার, ‘তিনি অসাধারণ খেলেছেন। তার পারফরম্যান্সে আমরা অনুপ্রাণিত। তিনি আমাদের উৎসাহ দেন।’
বাংলাদেশ দল গৌহাটি হয়ে কলকাতা যাবে। সেখানে আড়াই ঘন্টা যাত্রা বিরতির পর বিকেল পাঁচটা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা। ঢাকায় পৌঁছে ফুটবলাররা ক্লাব বা বাড়ির উদ্দেশ্যে যাবেন। এছাড়া হামজা চৌধুরী আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। হামজা চৌধুরীর প্রথম হোম ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের।