নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের সংকট কাটবে না: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৩:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন– প্রধান উপদেষ্টার এ বক্তব্য অস্পষ্ট, এতে চলমান সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংকট সমাধানে বিএনপি তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বলেও জানান তিনি।
আজ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তাঁর দাবি, ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই দ্রুত ভোটের কথা বলছে বিএনপি। তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট কাটবে না।
প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হওয়ায় বিএনপি হতাশ হয়েছে বলেও জানান দলটির মহাসচিব। তাঁর বক্তব্যে জিয়াউর রহমানের নাম উচ্চারিত না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার করেছে। বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন করতে নানা ষড়যন্ত্র হয়েছে, তখন সব সময় বিএনপি শক্ত অবস্থান নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিরোধ করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।
স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রত্যাশা করছি অতি শিগগিরই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী এদিন শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে তারা ফাতেহা পাঠ করে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
এছাড়া মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে নেতা-কর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।