ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেহা কক্করকে দর্শকেরা বললেন, এটা ভারত নয়, অস্ট্রেলিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি। কান্নায় ভেঙে পড়লেন নেহা কক্কর (Neha Kakkar)। মঞ্চে উঠেই শিল্পীকে শুনতে হল, ‘ফিরে যান.. হোটেলে গিয়ে বিশ্রাম করুন। এটা ভারত নয়।’ নেপথ্যে তাঁর ৩ ঘণ্টা দেরি করে মঞ্চে ওঠা। সদ্যই মেলবোর্নে শো করতে গিয়েছিলেন নেহা কক্কর। আর সেখানেই, অনুষ্ঠানের জায়গায় পৌঁছতে ৫-১০ মিনিট নয়, ৩ ঘণ্টা দেরি হয়েছিল শিল্পীর। ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন দর্শক। আর সেই কারণেই শিল্পীকে ‘গো-ব্যাক’ স্লোগান দিলেন উপস্থিত দর্শকেরা। ঠিক কী হয়েছিল?

সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে একটি ক্লিপিং। সেখানে দেখা যাচ্ছে, মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়েছিলেন নেহা কক্কর। অভিযোগ, শিল্পী নাকি ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানের জায়গায় পৌঁছন। শিল্পীকে সামনে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। মঞ্চে উঠেই নেহা বলেন, ‘আপনারা সত্যিই ভীষণ ভাল যে এতটা সময় ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন। আমি আমার জীবনে কাউকে এতটা অপেক্ষা করাইনি। কিন্তু আপনারা আমার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওনা। এই সন্ধ্যাটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সকলেই আজ আমার জন্য মূল্যবান সময় বের করেছেন। এটা আমি মনে রাখব। শো-এর শেষে আপনারা সকলে যাতে নাচেন, সেই দায়িত্ব আমার।’

কিন্তু এই কথায় চিঁড়ে ভেজবার নয়। উল্টে যেন ঘৃতাহুতি হয় দর্শকদের ক্ষোভে। দর্শকাসন থেকে কেউ বলেন, ‘এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। আপনি হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন’। অনেকে আবার বলে ওঠে, ‘গো-ব্যাক, এটা আপনার ভারত নয়।’ দর্শকদের চিৎকার, ক্ষোভপ্রকাশে নেহা বুঝতে পারেন, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তিনি মঞ্চের ওপর দাঁড়িয়েই কেঁদে ফেলেন। কিন্তু এখানেও রক্ষে নেই। একজন বলে ওঠেন, ‘অভিনয়টা ভাল হচ্ছে। কিন্তু এটা ইন্ডিয়ান আইডল নয়।’ মঞ্চের এক কর্মী টিস্যু এগিয়ে দেন নেহার দিকে। সেটা নিয়েই কান্না চাপার চেষ্টা করেন নেহা। দর্শকদের একাংশ হাততালি দিয়ে নেহাকে সমর্থন করলেও, একাংশ ক্ষোভপ্রকাশ করতেই থাকে। দর্শকদের এত কথার আর কোনও উত্তর দিতে পারেননি নেহা। কিছুটা সময় চেয়ে নিয়ে নিজেকে সামলে নেন সঙ্গীতশিল্পী। কিন্তু তারপরে মাত্র ঘণ্টাখানের গান গেয়েই মঞ্চ ছাড়েন।

এই ঘটনায় শিল্পীকে সমর্থন করে বলিউডের তরফ থেকে কোনও পোস্ট এখনও পর্যন্ত দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

নেহা কক্করকে দর্শকেরা বললেন, এটা ভারত নয়, অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০১:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি। কান্নায় ভেঙে পড়লেন নেহা কক্কর (Neha Kakkar)। মঞ্চে উঠেই শিল্পীকে শুনতে হল, ‘ফিরে যান.. হোটেলে গিয়ে বিশ্রাম করুন। এটা ভারত নয়।’ নেপথ্যে তাঁর ৩ ঘণ্টা দেরি করে মঞ্চে ওঠা। সদ্যই মেলবোর্নে শো করতে গিয়েছিলেন নেহা কক্কর। আর সেখানেই, অনুষ্ঠানের জায়গায় পৌঁছতে ৫-১০ মিনিট নয়, ৩ ঘণ্টা দেরি হয়েছিল শিল্পীর। ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন দর্শক। আর সেই কারণেই শিল্পীকে ‘গো-ব্যাক’ স্লোগান দিলেন উপস্থিত দর্শকেরা। ঠিক কী হয়েছিল?

সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে একটি ক্লিপিং। সেখানে দেখা যাচ্ছে, মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়েছিলেন নেহা কক্কর। অভিযোগ, শিল্পী নাকি ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানের জায়গায় পৌঁছন। শিল্পীকে সামনে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। মঞ্চে উঠেই নেহা বলেন, ‘আপনারা সত্যিই ভীষণ ভাল যে এতটা সময় ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন। আমি আমার জীবনে কাউকে এতটা অপেক্ষা করাইনি। কিন্তু আপনারা আমার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওনা। এই সন্ধ্যাটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সকলেই আজ আমার জন্য মূল্যবান সময় বের করেছেন। এটা আমি মনে রাখব। শো-এর শেষে আপনারা সকলে যাতে নাচেন, সেই দায়িত্ব আমার।’

কিন্তু এই কথায় চিঁড়ে ভেজবার নয়। উল্টে যেন ঘৃতাহুতি হয় দর্শকদের ক্ষোভে। দর্শকাসন থেকে কেউ বলেন, ‘এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। আপনি হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন’। অনেকে আবার বলে ওঠে, ‘গো-ব্যাক, এটা আপনার ভারত নয়।’ দর্শকদের চিৎকার, ক্ষোভপ্রকাশে নেহা বুঝতে পারেন, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তিনি মঞ্চের ওপর দাঁড়িয়েই কেঁদে ফেলেন। কিন্তু এখানেও রক্ষে নেই। একজন বলে ওঠেন, ‘অভিনয়টা ভাল হচ্ছে। কিন্তু এটা ইন্ডিয়ান আইডল নয়।’ মঞ্চের এক কর্মী টিস্যু এগিয়ে দেন নেহার দিকে। সেটা নিয়েই কান্না চাপার চেষ্টা করেন নেহা। দর্শকদের একাংশ হাততালি দিয়ে নেহাকে সমর্থন করলেও, একাংশ ক্ষোভপ্রকাশ করতেই থাকে। দর্শকদের এত কথার আর কোনও উত্তর দিতে পারেননি নেহা। কিছুটা সময় চেয়ে নিয়ে নিজেকে সামলে নেন সঙ্গীতশিল্পী। কিন্তু তারপরে মাত্র ঘণ্টাখানের গান গেয়েই মঞ্চ ছাড়েন।

এই ঘটনায় শিল্পীকে সমর্থন করে বলিউডের তরফ থেকে কোনও পোস্ট এখনও পর্যন্ত দেখা যায়নি।