‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিলে তা মেনে নেয়া হবে না’

- আপডেট সময় : ০৩:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিলে তা মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বুধবার, ২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দিলে তা মেনে নেয়া হবে না।’
৭১ ও ২৪ আলাদা কিছু নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘৫৪ বছর স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতে ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে।’
যারা দুইটি পরস্পর বিরোধী করতে চায় তাদের উদ্দেশ্য অসৎ বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হয়নি, তবে ২৪ এর আকাঙ্ক্ষা থেকে সরে গেলে ঐক্য থাকবে না।
জাতীয় নাগরিক পার্টির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিচার ও সংস্কার এবং গণ পরিষদ নির্বাচন। আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে। সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই নির্বাচন চাপিয়ে দেওয়া হয় নির্বাচন ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি পুরোনো সংবিধান, বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, ২৪-এর গণঅভ্যুত্থান, ৭১-এর যে সংগ্রাম এবং ৪৭-এর যে আজাদির লড়াই—এই সবকিছুর মধ্য দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আমরা ক্ষমতার লোভে এবং কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই সেই সব সম্ভাবনাকে নষ্ট করে না দিই। আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে ফাটল ধরেছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, আমরা মনে করি, জাতীয় ঐক্যের যে সুযোগ ও পাটাতন তৈরি হয়েছিল, আমরা এখনো সেই পাটাতনেই আছি। কিন্তু এখন হয়ত বিভিন্ন দলের অ্যাজেন্ডা আলাদা হচ্ছে। কিন্তু আমরা যদি ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের একই পাটাতনে থেকে পরস্পর সামনে এগোতে হবে।
এ সময় তার সঙ্গে দলটির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।