ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সপ্তমবারের মতো শপথ নিলেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেলারুশের দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো আবারও দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এটি তার সপ্তম কার্যকাল, যা তাকে ইউরোপের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতাদের একজন করে তুলেছে।

বুধবার (২৬ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।গত ২৬ জানুয়ারির নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন রাশিয়া-সমর্থিত এই নেতা। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল অনুমোদন করা হয় ৩ ফেব্রুয়ারি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানী মিনস্কের প্যালেস অব ইন্ডিপেন্ডেন্সে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ১১০০ জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। জাতীয় পতাকা এবং প্রেসিডেন্টের পতাকা শপথ গ্রহণ কক্ষে আনার পর লুকাশেঙ্কো সংবিধানের ওপর ডান হাত রেখে শপথ নেন। এরপর বেলারুশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান তাকে আনুষ্ঠানিক সনদ প্রদান করেন।

বিগত কয়েক দশক ধরে লুকাশেঙ্কো বেলারুশের রাজনৈতিক পরিসরে অপরিহার্য ব্যক্তিত্ব হয়ে রয়েছেন। পশ্চিমা বিশ্ব তার শাসনব্যবস্থাকে স্বৈরাচারী বলে সমালোচনা করলেও রাশিয়ার শক্তিশালী সমর্থনের কারণে তিনি বারবার ক্ষমতায় ফিরতে সক্ষম হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সপ্তমবারের মতো শপথ নিলেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর

আপডেট সময় : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বেলারুশের দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো আবারও দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এটি তার সপ্তম কার্যকাল, যা তাকে ইউরোপের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতাদের একজন করে তুলেছে।

বুধবার (২৬ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।গত ২৬ জানুয়ারির নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন রাশিয়া-সমর্থিত এই নেতা। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল অনুমোদন করা হয় ৩ ফেব্রুয়ারি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানী মিনস্কের প্যালেস অব ইন্ডিপেন্ডেন্সে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ১১০০ জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। জাতীয় পতাকা এবং প্রেসিডেন্টের পতাকা শপথ গ্রহণ কক্ষে আনার পর লুকাশেঙ্কো সংবিধানের ওপর ডান হাত রেখে শপথ নেন। এরপর বেলারুশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান তাকে আনুষ্ঠানিক সনদ প্রদান করেন।

বিগত কয়েক দশক ধরে লুকাশেঙ্কো বেলারুশের রাজনৈতিক পরিসরে অপরিহার্য ব্যক্তিত্ব হয়ে রয়েছেন। পশ্চিমা বিশ্ব তার শাসনব্যবস্থাকে স্বৈরাচারী বলে সমালোচনা করলেও রাশিয়ার শক্তিশালী সমর্থনের কারণে তিনি বারবার ক্ষমতায় ফিরতে সক্ষম হয়েছেন।