ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে রায় ঘোষণা করেন। আদালত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র পদটি বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছেন।

ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছিলেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, তারা আদালতে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে মামলা করেছিলেন, এবং আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে। এখন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাতে শেখ ফজলে নূর তাপস দক্ষিণে এবং আতিকুল ইসলাম উত্তরে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনী ফলাফলের পর তাদের শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব পালনের পর, ২০২৩ সালের অক্টোবর মাসে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং সাবেক মেয়র তাপসের কোনো হদিস পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র মতে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন।

এছাড়াও, নির্বাচনী আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি অখুশি থাকে, তবে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। পরে ট্রাইব্যুনাল ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করবে।

নিউজটি শেয়ার করুন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

আপডেট সময় : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে রায় ঘোষণা করেন। আদালত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র পদটি বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছেন।

ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছিলেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, তারা আদালতে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে মামলা করেছিলেন, এবং আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে। এখন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাতে শেখ ফজলে নূর তাপস দক্ষিণে এবং আতিকুল ইসলাম উত্তরে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনী ফলাফলের পর তাদের শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব পালনের পর, ২০২৩ সালের অক্টোবর মাসে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং সাবেক মেয়র তাপসের কোনো হদিস পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র মতে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন।

এছাড়াও, নির্বাচনী আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কোনো পক্ষ যদি অখুশি থাকে, তবে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। পরে ট্রাইব্যুনাল ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করবে।