ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র হলেন নুরি আসলান

- আপডেট সময় : ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

তুরস্কে আন্দোলনের মুখে ইস্তাম্বুল শহরের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত হয়েছেন নুরি আসলান। সরকারবিরোধী আন্দোলনে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল রাজধানীসহ তুরস্কের বিভিন্ন শহর।
ইস্তাম্বুলের সাবেক মেয়র বিরোধীদলীয় নেতা ইমামোলু দুর্নীতির দায়ে এখন কারাবন্দি।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন নুরি আসলান। ইস্তাম্বুলের ৩১৪ সদস্যের কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির নেতা ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
নবনির্বাচিত অন্তর্বর্তী মেয়র ইমামোলুরের বাকি মেয়াদ শেষ করবেন। এর মধ্য দিয়ে শহর পরিচালনায় ট্রাস্টি নিয়োগে বাধা পেল ক্ষমতাসীন সরকার।
এদিকে, বিরোধী দলীয় নেতা ইমামোলুর গ্রেপ্তার ও কারাদণ্ডের প্রতিবাদের এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে তুরস্কের বিভিন্ন শহরের রাস্তায়।