পথদুর্ঘটনার শিকার বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। জানা যাচ্ছে বুধবার অভিনেতার গাড়িতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি বাস। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত জানা না গেলেও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গেল দুর্ঘটনার জেরে মুম্বইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, ঘটনার আকস্মিকতায় খানিক হতভম্ব হলেও ঐশ্বর্য সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অভিনেতা কোনওরকম চোট পেয়েছেন বলেও জানা যায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়,বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের একটি বাস আচমকাই অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে।
এই ঘটনার পর, নিরাপত্তারক্ষীর আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক গাড়ির ক্ষতি দেখতে নামলে অমিতাভ বচ্চনের বাড়ির এক নিরাপত্তারক্ষী তাকে চড় মারেন। এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠে। বাসচালক পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঐশ্বরিয়া গাড়িতে ছিলেন না এবং কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি বাসচালক ও নিরাপত্তারক্ষীর মধ্যে সমঝোতার মাধ্যমে মিটিয়ে ফেলা হয়। ফলে কোনো এফআইআর দায়ের হয়নি।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পরে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে যে তিনি সুস্থ আছেন এবং ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন না।