ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। আজ বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত টাকা পরিশোধ করার পর বিদ্যুৎ সরবরাহ পুরোদমে শুরু করেছে আদানি।

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি পাওয়ার। এবার এর চার মাস পর অবশেষে বাংলাদেশে আবারও পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে তারা। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) বরাতে এমনটাই বলছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ।

কী পরিমাণ অর্থ বকেয়া ছিল এবং সেই বকেয়া অর্থের মধ্যে কত পরিশোধ হয়েছে—সে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেননি বিপিডিবি চেয়ারম্যান রিয়াজুল করিম। তবে ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, বকেয়া ছিল ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার। এখন এটি ৮০০ মিলিয়নে কমে এসেছে। আগামী ৬ মাসের মধ্যে এসব অর্থ পরিশোধ করার কথা।

বিপিডিবি চেয়ারম্যান রিয়াজুল করিম বলেন, ‘আমরা আদানি গ্রুপকে নিয়মিত তাদের পাওনা পরিশোধ করছি এবং আদানি গ্রুপও আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে।’

ব্লুমবার্গ বলছে, বিপিডিবির ডেটা থেকে জানা যায়, দুই সপ্তাহ আগেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি। এর আগে কয়েকবার টাকা না পরিশোধ করায় গত বছরের শেষদিকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরববরাহ কমিয়ে অর্ধেক করা হয়। এবার বিদ্যুৎ সরবরাহ পুরোদমে চালু হওয়ায় আগামী গ্রীষ্মে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার। তখন বৈদেশিক মুদ্রার সংকটে ছিল বাংলাদেশ। বিল পরিশোধেও দেরি হচ্ছিল। এর ফলে গত ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের দুটি সমান ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশের অনুরোধে শীতকালীন নিম্ন চাহিদার কারণে শুধু অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছিল কোম্পানিটি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

আপডেট সময় : ১১:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। আজ বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত টাকা পরিশোধ করার পর বিদ্যুৎ সরবরাহ পুরোদমে শুরু করেছে আদানি।

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি পাওয়ার। এবার এর চার মাস পর অবশেষে বাংলাদেশে আবারও পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে তারা। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) বরাতে এমনটাই বলছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ।

কী পরিমাণ অর্থ বকেয়া ছিল এবং সেই বকেয়া অর্থের মধ্যে কত পরিশোধ হয়েছে—সে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেননি বিপিডিবি চেয়ারম্যান রিয়াজুল করিম। তবে ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, বকেয়া ছিল ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার। এখন এটি ৮০০ মিলিয়নে কমে এসেছে। আগামী ৬ মাসের মধ্যে এসব অর্থ পরিশোধ করার কথা।

বিপিডিবি চেয়ারম্যান রিয়াজুল করিম বলেন, ‘আমরা আদানি গ্রুপকে নিয়মিত তাদের পাওনা পরিশোধ করছি এবং আদানি গ্রুপও আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে।’

ব্লুমবার্গ বলছে, বিপিডিবির ডেটা থেকে জানা যায়, দুই সপ্তাহ আগেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি। এর আগে কয়েকবার টাকা না পরিশোধ করায় গত বছরের শেষদিকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরববরাহ কমিয়ে অর্ধেক করা হয়। এবার বিদ্যুৎ সরবরাহ পুরোদমে চালু হওয়ায় আগামী গ্রীষ্মে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার। তখন বৈদেশিক মুদ্রার সংকটে ছিল বাংলাদেশ। বিল পরিশোধেও দেরি হচ্ছিল। এর ফলে গত ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের দুটি সমান ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশের অনুরোধে শীতকালীন নিম্ন চাহিদার কারণে শুধু অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছিল কোম্পানিটি।