ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের সভাকক্ষে জেলা সদরের বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন।

সেনা জোনের লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধার সঞ্চালনায় এসময় ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

এসময় প্রধান অতিথি বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছি।’

এসময় ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৩২জন গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রসঙ্গত, এর আগে সেনা ক্যাম্প কর্তৃক আরও ৬৮জন সুবিধাভোগীকে ঈদ উপহারসামগ্রী দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৩:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের সভাকক্ষে জেলা সদরের বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন।

সেনা জোনের লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধার সঞ্চালনায় এসময় ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

এসময় প্রধান অতিথি বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছি।’

এসময় ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৩২জন গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রসঙ্গত, এর আগে সেনা ক্যাম্প কর্তৃক আরও ৬৮জন সুবিধাভোগীকে ঈদ উপহারসামগ্রী দেয়া হয়েছিল।