ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিয়ানমারেই যেতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালে এএফসি উইমেন্স এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সেই টুর্নামেন্টের আগে ৩৪ দল নিয়ে মাঠে গড়াচ্ছে মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্ব। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

৮ গ্রুপে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে আজ অনুষ্ঠিত সেই ড্রয়ে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পড়েছে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

বাংলাদেশের সিনিয়র মেয়েদের দল কখনো এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারেনি। তবে এর আগে ২০০৫ সালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল এবং ২০১৭ ও ২০১৯ সালে টানা দুবার বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল।

আগামী ২৩ জুন থেকে বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচগুলো মিয়ানমারে অনুষ্ঠিত হবে। যেখানে ২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে পাঠায়নি। আর্থিক কারণ দেখিয়ে সাবিনাদের না পাঠিয়ে ফেডারেশন কঠিন সমালোচনার মধ্যে পড়েছিল। এবার এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা সেই মিয়ানমারেই পড়েছে।

৮টি দেশে ৮টি গ্রুপের বাছাইপর্ব আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে। ৪টি দল নিয়ে ৬ গ্রুপে ও ৫টি দল নিয়ে ২টি গ্রুপে আয়োজিত হবে টুর্নামেন্টটি। যেখান থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরাই কেবল মেয়েদের ২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

১২ দলের মূল পর্বে ইতিমধ্যে বর্তমান চ্যাম্পিয়ন চীন জায়গা নিশ্চিত করে নিয়েছে। সেই সঙ্গে ২০২২ সালের আগের আসরের রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করা দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপান স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে মূল পর্বে জায়গা করে নিয়েছে।

২০২৬ সালের ১-২৬ মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহরে মেয়েদের এশিয়ান কাপ মাঠে গড়াবে।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারেই যেতে হবে বাংলাদেশকে

আপডেট সময় : ১১:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

২০২৬ সালে এএফসি উইমেন্স এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সেই টুর্নামেন্টের আগে ৩৪ দল নিয়ে মাঠে গড়াচ্ছে মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্ব। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

৮ গ্রুপে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে আজ অনুষ্ঠিত সেই ড্রয়ে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পড়েছে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

বাংলাদেশের সিনিয়র মেয়েদের দল কখনো এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারেনি। তবে এর আগে ২০০৫ সালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল এবং ২০১৭ ও ২০১৯ সালে টানা দুবার বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল।

আগামী ২৩ জুন থেকে বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচগুলো মিয়ানমারে অনুষ্ঠিত হবে। যেখানে ২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে পাঠায়নি। আর্থিক কারণ দেখিয়ে সাবিনাদের না পাঠিয়ে ফেডারেশন কঠিন সমালোচনার মধ্যে পড়েছিল। এবার এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা সেই মিয়ানমারেই পড়েছে।

৮টি দেশে ৮টি গ্রুপের বাছাইপর্ব আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে। ৪টি দল নিয়ে ৬ গ্রুপে ও ৫টি দল নিয়ে ২টি গ্রুপে আয়োজিত হবে টুর্নামেন্টটি। যেখান থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নরাই কেবল মেয়েদের ২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

১২ দলের মূল পর্বে ইতিমধ্যে বর্তমান চ্যাম্পিয়ন চীন জায়গা নিশ্চিত করে নিয়েছে। সেই সঙ্গে ২০২২ সালের আগের আসরের রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করা দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপান স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে মূল পর্বে জায়গা করে নিয়েছে।

২০২৬ সালের ১-২৬ মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহরে মেয়েদের এশিয়ান কাপ মাঠে গড়াবে।