ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিৎ-স্বস্তিকার প্রেমে মত ছিল কন্যা অন্বেষার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেম-সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি স্বস্তিকা কখনোই সেভাবে। বরং, প্রাক্তনদের নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। তা সে সৃজিৎ মুখোপাধ্যায় হোক, বা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার ফিল্মফেয়ারের সঙ্গে আড্ডায় জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললে টলি অভিনেত্রী স্বস্তিকা। তাঁকে বলতে শোনা গেল, তাঁর আর জিতের সম্পর্ক ভাঙায় বেশ কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী-কন্যা অন্বেষা।

জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বস্তিকাকে বলতে শোনা গেল, ‘আমার মেয়ের এখনও মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা ৬ বছর একসঙ্গে ছিলাম। ও তো আমার উপর এখনও রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে।’

এরপর স্বস্তিকা আরও জানুান, ‘আসলে ও খুব ঘনিষ্ঠ ছিল জিতের সঙ্গে। আমরা ৬ বছর ছিলাম একসঙ্গে। আর বড় হওয়ার পর তো বল, এত সুন্দর একটা পুরুষ, এ তুমি কী করলে মা!’

স্বস্তিকা এরপর জানান, জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু তাঁর মেয়ে অন্বেষা নয়, প্রভাব ফেলেছিল তাঁর মা ও বোন অজপার উপরেও। ঝরঝর করে কেঁদেছিলেন অভিনেত্রীর বোন। ‘মা আর বোন সবসময় ওর পক্ষই নিত সবসময়। আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল। বোনের কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে!’

নিজের প্রেম নিয়েও কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। বললেন, ‘আমি ৬টি সিরিয়াস সম্পর্ক ছিল। কোনো হ্যাঙ্কিপ্যাঙ্কি ছিল না কোনোদিনই। মিডিয়া তো কারও সঙ্গে কফি খেতে গেলেও আমার নাম জুড়ে দিয়েছে।’ সঙ্গে মস্করা করে আরও বলেন, ‘৫০ হওয়ার আগে জলদি জলদি করে আরও কয়েকটা প্রেম করে নিতে চাই…’

মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। দু-বছরে ভাঙে সংসার। মাত্র ২০ বছর বয়সে জন্ম দেন অন্বেষার। মেয়েকে নিয়েই ছেড়েছিলেন স্বামীর ঘর। এরপর টলিউডে কেরিয়ার শুরু।

রবি কিনাগির মস্তান ছবিতে কাজ করার সময়, জিৎ ও স্বস্তিকার প্রেম শুরু হয়। এরপর টলিউডের পার্টি থেকে ছবির প্রিমিয়ার, সর্বত্র একসঙ্গে দুজনে। জিৎ-স্বস্তিকার সম্পর্ক কেন ভেঙেছিল, তা নিয়ে অনেক জল্পনা শোনা যায়। কেউ বলেন, স্বস্তিকার বিবাহিত তকমা, এবং এক সন্তানের মা হওয়াই নাকি কাল হয় এই সম্পর্কে। অন্যদিকে কেউ বলেন, জিৎ-স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিলেন কোয়েল।

আবার কারও মত, স্বস্তিকা নিজের কেরিয়ার ছেড়ে, শুধুমাত্র জিতের ঘরণী হতে রাজি ছিলেন না। আর স্বস্তিকর সঙ্গে বিচ্ছেদের বছরখানেক পর, ২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেছিলেন জিৎ।

নিউজটি শেয়ার করুন

জিৎ-স্বস্তিকার প্রেমে মত ছিল কন্যা অন্বেষার

আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

প্রেম-সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি স্বস্তিকা কখনোই সেভাবে। বরং, প্রাক্তনদের নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। তা সে সৃজিৎ মুখোপাধ্যায় হোক, বা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার ফিল্মফেয়ারের সঙ্গে আড্ডায় জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললে টলি অভিনেত্রী স্বস্তিকা। তাঁকে বলতে শোনা গেল, তাঁর আর জিতের সম্পর্ক ভাঙায় বেশ কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী-কন্যা অন্বেষা।

জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বস্তিকাকে বলতে শোনা গেল, ‘আমার মেয়ের এখনও মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা ৬ বছর একসঙ্গে ছিলাম। ও তো আমার উপর এখনও রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে।’

এরপর স্বস্তিকা আরও জানুান, ‘আসলে ও খুব ঘনিষ্ঠ ছিল জিতের সঙ্গে। আমরা ৬ বছর ছিলাম একসঙ্গে। আর বড় হওয়ার পর তো বল, এত সুন্দর একটা পুরুষ, এ তুমি কী করলে মা!’

স্বস্তিকা এরপর জানান, জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু তাঁর মেয়ে অন্বেষা নয়, প্রভাব ফেলেছিল তাঁর মা ও বোন অজপার উপরেও। ঝরঝর করে কেঁদেছিলেন অভিনেত্রীর বোন। ‘মা আর বোন সবসময় ওর পক্ষই নিত সবসময়। আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল। বোনের কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে!’

নিজের প্রেম নিয়েও কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। বললেন, ‘আমি ৬টি সিরিয়াস সম্পর্ক ছিল। কোনো হ্যাঙ্কিপ্যাঙ্কি ছিল না কোনোদিনই। মিডিয়া তো কারও সঙ্গে কফি খেতে গেলেও আমার নাম জুড়ে দিয়েছে।’ সঙ্গে মস্করা করে আরও বলেন, ‘৫০ হওয়ার আগে জলদি জলদি করে আরও কয়েকটা প্রেম করে নিতে চাই…’

মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। দু-বছরে ভাঙে সংসার। মাত্র ২০ বছর বয়সে জন্ম দেন অন্বেষার। মেয়েকে নিয়েই ছেড়েছিলেন স্বামীর ঘর। এরপর টলিউডে কেরিয়ার শুরু।

রবি কিনাগির মস্তান ছবিতে কাজ করার সময়, জিৎ ও স্বস্তিকার প্রেম শুরু হয়। এরপর টলিউডের পার্টি থেকে ছবির প্রিমিয়ার, সর্বত্র একসঙ্গে দুজনে। জিৎ-স্বস্তিকার সম্পর্ক কেন ভেঙেছিল, তা নিয়ে অনেক জল্পনা শোনা যায়। কেউ বলেন, স্বস্তিকার বিবাহিত তকমা, এবং এক সন্তানের মা হওয়াই নাকি কাল হয় এই সম্পর্কে। অন্যদিকে কেউ বলেন, জিৎ-স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিলেন কোয়েল।

আবার কারও মত, স্বস্তিকা নিজের কেরিয়ার ছেড়ে, শুধুমাত্র জিতের ঘরণী হতে রাজি ছিলেন না। আর স্বস্তিকর সঙ্গে বিচ্ছেদের বছরখানেক পর, ২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেছিলেন জিৎ।