বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, কাল জিনপিংয়ের সঙ্গে বৈঠক

- আপডেট সময় : ১১:২৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এরই মধ্যে বেইজিং পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে হাইনান থেকে তার ফ্লাইট বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। সফরের দ্বিতীয় দিন আজ তিনি বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেন। এবার তিনি অন্তত আটটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।