ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ৩৩৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং রাজ্য থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের তথ্যমতে, প্রথমবার কম্পন অনুভূত হয় ১২টা ২০ মিনিটে। পরে আবারও ১২টা ৩২ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রায় কম্পন অনুভূত হয়।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। এটিকে বড় ধরনের ভূমিকম্প বলে গণ্য করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং রাজ্য থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের তথ্যমতে, প্রথমবার কম্পন অনুভূত হয় ১২টা ২০ মিনিটে। পরে আবারও ১২টা ৩২ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রায় কম্পন অনুভূত হয়।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। এটিকে বড় ধরনের ভূমিকম্প বলে গণ্য করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।