মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প, থাইল্যান্ডে ব্যাপক আতঙ্ক

- আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার দুপুরে মধ্য মিয়ানমারে আঘাত হানা এ ভূমিকম্পে ইয়াঙ্গুন এবং প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রয়টার্স লিখেছে, আতঙ্কিত হয়ে বহু মানুষ ভবন থেকে বেরিয়ে এসেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এতে উভয় দেশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা এতে হতাহতের ঘটনা ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৭.৭ মাত্রার এবং এর গভীরতা ছিল ভূঅভ্যন্তরের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। প্রথম বার আঘাত হানার পর আরেকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে, যার জনসংখ্যা প্রায় ১২ লাখের মতো।
মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
মিয়ানমার ফায়ার সার্ভিসেস বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আমরা হতাহত এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য ইয়াঙ্গুনে অনুসন্ধান শুরু করেছি এবং আশেপাশে অভিযান চালিয়েছি। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।
মান্দালয় থেকে করা সোশ্যাল মিডিয়া পোস্টে ধসে পড়া ভবন এবং রাস্তাগুলোতে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে পোস্টগুলি যাচাই করতে পারেনি।
ইয়াঙ্গুনে যোগাযোগ করা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশের বৃহত্তম শহরের ভবন থেকে অনেক মানুষ দৌড়ে বেরিয়ে এসেছে। ব্যাংককের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতঙ্কে মানুষ রাস্তায় ছুটে আসেন।