ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘রমজান মুবারক’ মুসলিমদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছর অনুষ্ঠিত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেওয়ায় আমেরিকান মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃস্পতিবার হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার-নৈশভোজের আয়োজনে এসব কথা বলেন ট্রাম্প।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি লাখ লাখ মুসলিম-আমেরিকানদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই যারা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় আমাদের সমর্থন করেছিলেন। এটা অবিশ্বাস্য ছিল। আমরা আপনাদের সাথে একটু ধীরগতিতে শুরু করেছিলাম, কিন্তু আমরা এগিয়ে এসেছি। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। আমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।’

হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। এসময় তিনি সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও গত ১৮ মার্চ থেকে উপত্যকাটিতে আবারও সংঘাত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘রমজান মুবারক’ মুসলিমদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

গত বছর অনুষ্ঠিত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেওয়ায় আমেরিকান মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃস্পতিবার হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার-নৈশভোজের আয়োজনে এসব কথা বলেন ট্রাম্প।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি লাখ লাখ মুসলিম-আমেরিকানদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই যারা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় আমাদের সমর্থন করেছিলেন। এটা অবিশ্বাস্য ছিল। আমরা আপনাদের সাথে একটু ধীরগতিতে শুরু করেছিলাম, কিন্তু আমরা এগিয়ে এসেছি। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। আমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।’

হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। এসময় তিনি সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও গত ১৮ মার্চ থেকে উপত্যকাটিতে আবারও সংঘাত শুরু হয়েছে।