অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

- আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

চলতি বছরে অস্ট্রেলিয়ায় ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ সোমবার। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনা এবং চাঁদ দেখা সংক্রান্ত সংস্থা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ শনিবার সন্ধ্যায় (সিডনি সময়) রাত ৯ টা ৫৭ মিনিটে সূর্যাস্তের বেশ পরে আবির্ভাব হবে। ফলে ওই দিন চাঁদ দেখা সম্ভব নয়। তাই শাওয়াল মাস ৩১ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও ফতোয়া কাউন্সিল নিম্নলিখিত বিষয়গুলোর ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে:
– সূর্যাস্তের আগে চাঁদের আবির্ভাব হওয়ার সময়।
– সূর্যাস্তের পর চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা।
– আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বিদ্যা পদ্ধতি।
এই পদ্ধতি অনেক ইসলামিক স্কলার ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে, বিভিন্ন মতভেদ থাকায় অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম কাউন্সিলের ইমামরা মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পাশাপাশি, তারা সবাইকে গাজা ও ফিলিস্তিনের দুঃস্থ ভাইবোনদের জন্য দোয়া ও সাহায্য করারও অনুরোধ করেছেন। এই ঈদে মুসলিমরা যেন পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করে, সেই আহ্বানও জানানো হয়েছে।