নিজের নামের হাত ঘড়ি আনলেন সালমান খান!

- আপডেট সময় : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

সালমান খানের জন্য একটি ঘড়ি বানিয়েছেন আমেরিকার বিলাসী অলঙ্কার এবং ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ট কো।
খেলার জগতের ‘আইকন’ বা বিগ্রহস্বরূপ যারা, তাদের জন্য আলাদা নকশার হাতঘড়ি বানায় ঘড়ি প্রস্তুতকারী নামী সংস্থাগুলি। সেই সব ঘড়ির মডেলের নামই হয় সেই বৈগ্রাহিক খেলোয়াড়দের নামে। উৎপাদনও হয় সীমিত পরিমাণে। অর্থাৎ একবার উৎপাদিত পণ্য বিক্রি শেষ হয়ে গেলে আর কেনার উপায় নেই। তাই বিরল এবং দামি। ভাল এবং বিরল জিনিসের সংগ্রাহকেরা এই ধরনের ঘড়ি সংগ্রহে রাখেন। তাই ওই ধরনের ঘড়িকে বলা হয় ‘কালেক্টরস আইটেম।’ সম্প্রতি যেমন রাফায়েল নাদালের জন্য তৈরি এক সুইস সংস্থার ঘড়ি দেখা গিয়েছিল ঘড়ির ব্যাপারে শৌখিন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর হাতে। সেই ঘড়ির দাম ছিল সাড়ে ৭ কোটি টাকা। এ বার সালমান খানের নামেও ঘড়ি বাজারে এল।
সালমানের জন্য ঘড়িটি বানিয়েছেন আমেরিকার বিলাসী অলঙ্কার এবং ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ট কো। এর আগে তারা অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের উপলক্ষ্যেও ঘড়ি বানিয়েছিল। নাম দিয়েছিল, রাম জন্মভূমি টাইটেনিয়াম এডিশন টু। তবে এ বার তারা ঘড়ি বানিয়েছে বলিউডের ফিল্ম দুনিয়ার তারকা অভিনেতা সালমানের জন্য। ঘড়িটির বিশেষত্ব তার ডায়ালে। রয়্যাল ব্লু রঙের ডায়ালে উজ্জ্বল তামাটে বর্ণের বিভিন্ন মহাদেশের মানচিত্র। তার মাঝেই উজ্জ্বল ভারতীয় পতাকার দু’টি রং গেরুয়া এবং সবুজ। দুই রঙের দু’টি ঘড়িতে দু’টি টাইম জ়োনকে ধরতে পারবে ওই ঘড়ি। তার মাঝে থাকবে একটি কম্পাস।
ঘড়িটি বানিয়েছে যে সংস্থা সেই জেকব অ্যান্ড কো-র প্রতিষ্ঠাতা জেকব আরাবোর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সলমনের। তিনি সমাজমাধ্যমে সালমানের জন্য তৈরি ঘড়ির ছবি দিয়ে লিখেছেন, ‘ঘড়ির সর্বত্র সালমানের ছোঁয়া রয়েছে। ওই ঘড়ির ডায়ালের পিছনে সালমানের নাম খোদাই করা থাকবে। ডায়ালেও থাকবে সালমানের নামের অদ্যাক্ষর। ছয়ের ঘরে লেখা থাকবে এসকে। তা ছাড়া যে বক্সে ঘড়িটি পাওয়া যাবে তার রং হবে ফিরোজা রঙের। যে রঙের পাথর সালমানের ব্রেসলেটে দেখতে অভ্যস্ত তার অনুরাগীরা।’ সালমান নিজে ওই ঘড়িটি পরে ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। যদিও ঘড়িটির দাম কত তা জানা যায়নি। সূত্র- আনন্দবাজার পত্রিকা