ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পরম শ্রদ্ধায় বিদায় জানালো চীন। শনিবার দেশটির রাজধানী বেইজিং এর আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সহকারী মন্ত্রী এবং প্রধান প্রটোকল কর্মকর্তা হং লেই তাকে আনুষ্ঠানিক বিদায় জানান।

এদিন আনুষ্ঠানিকভাবে চীনে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চার দিনের সরকারি সফর শেষ হলো। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

শনিবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তাঁর চারদিনের ঐতিহাসিক চীন সফরের শেষে বিদায় জানান।
শনিবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তাঁর চারদিনের ঐতিহাসিক চীন সফরের শেষে বিদায় জানান।
গত ২৬ মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির সরকার। পরদিন ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন তিনি।

এরপর ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. ইউনূস। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠক হয় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গেও। এসময় ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন তিনি। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব–এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেন ড. ইউনূস।

নিউজটি শেয়ার করুন

পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন

আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পরম শ্রদ্ধায় বিদায় জানালো চীন। শনিবার দেশটির রাজধানী বেইজিং এর আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সহকারী মন্ত্রী এবং প্রধান প্রটোকল কর্মকর্তা হং লেই তাকে আনুষ্ঠানিক বিদায় জানান।

এদিন আনুষ্ঠানিকভাবে চীনে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক চার দিনের সরকারি সফর শেষ হলো। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

শনিবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তাঁর চারদিনের ঐতিহাসিক চীন সফরের শেষে বিদায় জানান।
শনিবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তাঁর চারদিনের ঐতিহাসিক চীন সফরের শেষে বিদায় জানান।
গত ২৬ মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির সরকার। পরদিন ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন তিনি।

এরপর ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. ইউনূস। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠক হয় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গেও। এসময় ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন তিনি। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব–এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেন ড. ইউনূস।