রাজনৈতিক সংকট নিরসনে ঐকমত্যে ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদ

- আপডেট সময় : ১১:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
সভায় উভয় পক্ষ দেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সংস্কার, সাম্রাজ্যবাদ বিরোধিতা ও রাষ্ট্রীয় কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে রয়েছে:
১. সংস্কারের পর যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্পন্ন করা।
৩. গণহত্যা ও দুর্নীতিতে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা।
৪. সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের প্রভাবমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন।
৫. নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ও ধর্মবিরোধী সুপারিশ বাতিল।
৬. প্রতিনিধিত্বমূলক পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সংলাপে অংশ নেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ফারুক হাসান, ও সিনিয়র নেতৃবৃন্দ হাসিবুর রহমান, এডভোকেট নুরে এরশাদ, হাসান আল মামুন ও সাকিব হোসেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন মুফতি সৈয়দ রেজাউল করীম, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ শেখ ফজলে বারী মাসউদ এবং মাওলানা আহমাদ আব্দুল কাইউম।