ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আয়ারল্যান্ডে শক্ত অবস্থান তৈরি করছে প্রবাসী বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই আয়ারল্যান্ডে রেস্টুরেন্টসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে নিজেদের শক্ত অবস্থান দাঁড় করাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন নিজেদের।

উচ্চ আয়, আধুনিক ও বৈচিত্র্যময় অর্থনীতির দেশ আয়ারল্যান্ড। ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্রটি বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি খাত ও রপ্তানির উপর নির্ভরশীল। সাম্প্রতিক দশকগুলোয় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করায় সেল্টিক টাইগারের খেতাব পেয়েছে আয়ারল্যান্ড।

ইউরোপের উন্নত এই দেশটিতে প্রায় তিন দশক ধরে প্রবাসী বাংলাদেশিদের বাস। রাজধানী ডাবলিনের পাশাপাশি কর্ক, গ্যালওয়ে ও লিমেরিকের মতো শহরগুলোয় বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। একইসঙ্গে বাড়ছে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান।

আয়ারল্যান্ডের ব্যবসায়ী ইনজামুল হক জুয়েল বলেন, ‘আমরা যার যার অবস্থান থেকে পরিশ্রম করে অনেক চেষ্টায় আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি। ভবিষ্যতে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সরকারের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলে আমরা আরো উপকৃত হবো।’

রেস্টুরেন্ট ব্যবসায় সুনাম অর্জনের কারণে আইরিশদের কাছে বাড়ছে বাংলাদেশি খাবারের কদর। পাশাপাশি অন্যান্য খাতেও রয়েছে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের গল্প।

আয়ারল্যান্ডের আরেকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. সুফিয়ান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসায়িক অবস্থা অনেক ভালো। আমাদের বাঙালি কমিউনিটির অনেক উন্নতি হচ্ছে।’

পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়ে আয়ারল্যান্ডে ব্যবসায়িক সাফল্যের ভিত গড়ছেন বাংলাদেশিরা। যা সামনেও অব্যাহত রাখার আশা প্রবাসীদের।

নিউজটি শেয়ার করুন

আয়ারল্যান্ডে শক্ত অবস্থান তৈরি করছে প্রবাসী বাংলাদেশিরা

আপডেট সময় : ০৩:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই আয়ারল্যান্ডে রেস্টুরেন্টসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে নিজেদের শক্ত অবস্থান দাঁড় করাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন নিজেদের।

উচ্চ আয়, আধুনিক ও বৈচিত্র্যময় অর্থনীতির দেশ আয়ারল্যান্ড। ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্রটি বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি খাত ও রপ্তানির উপর নির্ভরশীল। সাম্প্রতিক দশকগুলোয় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করায় সেল্টিক টাইগারের খেতাব পেয়েছে আয়ারল্যান্ড।

ইউরোপের উন্নত এই দেশটিতে প্রায় তিন দশক ধরে প্রবাসী বাংলাদেশিদের বাস। রাজধানী ডাবলিনের পাশাপাশি কর্ক, গ্যালওয়ে ও লিমেরিকের মতো শহরগুলোয় বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। একইসঙ্গে বাড়ছে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান।

আয়ারল্যান্ডের ব্যবসায়ী ইনজামুল হক জুয়েল বলেন, ‘আমরা যার যার অবস্থান থেকে পরিশ্রম করে অনেক চেষ্টায় আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি। ভবিষ্যতে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সরকারের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলে আমরা আরো উপকৃত হবো।’

রেস্টুরেন্ট ব্যবসায় সুনাম অর্জনের কারণে আইরিশদের কাছে বাড়ছে বাংলাদেশি খাবারের কদর। পাশাপাশি অন্যান্য খাতেও রয়েছে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের গল্প।

আয়ারল্যান্ডের আরেকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. সুফিয়ান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসায়িক অবস্থা অনেক ভালো। আমাদের বাঙালি কমিউনিটির অনেক উন্নতি হচ্ছে।’

পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়ে আয়ারল্যান্ডে ব্যবসায়িক সাফল্যের ভিত গড়ছেন বাংলাদেশিরা। যা সামনেও অব্যাহত রাখার আশা প্রবাসীদের।