কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

ভারতের জম্মু ও কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ এবং এই নির্বিচার সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের বৈসারনে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন-একজন সংযুক্ত আরব আমিরাত এবং অন্যজন নেপালের নাগরিক।