ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৩৩৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেন তিনি।

এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ইন্দুস পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকরা সার্ক ভিসা না দেয়া, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া, পাকিস্তানে ভারতের হাই কমিশন থেকে সব কর্মী প্রত্যাহার, এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করা হয়েছে, এবং তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তিটি সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা ছিল।

সিন্ধু পানি চুক্তিকে বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এই চুক্তি বাতিলের মাধ্যমে নয়াদিল্লি কড়া বার্তা দিলো ইসলামাবাদকে।

বিশ্লেষকরা বলছেন, চুক্তি বাতিলের ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তলানিতে ঠেকবে এবং দক্ষিণ এশিয়ায় পানি নিরাপত্তা নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে।

এদিকে হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া এ হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি।

রাজনাথ হুমকি দিয়ে বলেন, “পেহেলগামে কাপুরষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এ হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয়, যারা পর্দার আড়ালে কাজ করেছে… অভিযুক্তরা শিগগিরই কঠোর জবাব পাবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই।”

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত

আপডেট সময় : ১১:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেন তিনি।

এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ইন্দুস পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকরা সার্ক ভিসা না দেয়া, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া, পাকিস্তানে ভারতের হাই কমিশন থেকে সব কর্মী প্রত্যাহার, এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করা হয়েছে, এবং তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তিটি সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা ছিল।

সিন্ধু পানি চুক্তিকে বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এই চুক্তি বাতিলের মাধ্যমে নয়াদিল্লি কড়া বার্তা দিলো ইসলামাবাদকে।

বিশ্লেষকরা বলছেন, চুক্তি বাতিলের ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তলানিতে ঠেকবে এবং দক্ষিণ এশিয়ায় পানি নিরাপত্তা নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে।

এদিকে হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া এ হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি।

রাজনাথ হুমকি দিয়ে বলেন, “পেহেলগামে কাপুরষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এ হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয়, যারা পর্দার আড়ালে কাজ করেছে… অভিযুক্তরা শিগগিরই কঠোর জবাব পাবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই।”