দানি ওলমোর একমাত্র গোলে মায়োর্কার বিপক্ষে জয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে বার্সেলোনা। এই জয়ে তারা লিগ টেবিলের শীর্ষে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টের লিড নিশ্চিত করেছে।
বার্সেলোনার স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকরা ম্যাচের শুরু থেকেই মায়োর্কার উপর চাপ সৃষ্টি করে। প্রথমার্ধে বার্সেলোনা মোট ২৪টি শট নিলেও মায়োর্কার গোলরক্ষক লিও রোমানের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কোনো গোল আদায় করতে পারেনি। মায়োর্কার গোলরক্ষক রোমান একাই বিশেষ করে লামিন ইয়ামাল এবং ফেরান টরেসের বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। সফরকারী মায়োর্কা বল দখলের দিক থেকে পিছিয়ে থাকলেও (মাত্র ২২%) কয়েকটি প্রতি-আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে,তবে বার্সার রক্ষণের দৃঢ়তায় তারা সফল হতে পারেনি। প্রথমার্ধের শেষদিকে রোমান এবং মায়োর্কার রক্ষণভাগ পেনাল্টি এরিয়ার ভেতর থেকে বার্সেলোনার টানা চারটি প্রচেষ্টা রুখে দেয়।
বিরতির সময় বার্সেলোনা সমর্থকরা দলের গোলহীন পারফরম্যান্সে কিছুটা হতাশ হলেও,দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৪১ সেকেন্ডের মাথায় এরিক গার্সিয়ার অ্যাসিস্টে দানি ওলমো ঠান্ডা মাথায় বাঁ পায়ের এক সুন্দর শটে গোল করে সমর্থকদের স্বস্তি এনে দেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে দলের সাতটি পরিবর্তন করেছিলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।
তিনি দ্বিতীয়ার্ধে রাফিনহা এবং ফেরমিন লোপেজকে মাঠে নামিয়ে দলের লিড বাড়াতে চেষ্টা করেন। তবে মায়োর্কার গোলরক্ষক লিও রোমান ম্যাচে মোট ১২ টি সেভ করে তার দলকে ম্যাচে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেন এবং বার্সেলোনাকে আর কোনো গোল করতে দেননি। বার্সেলোনা এই ম্যাচে মোট ৪০টি শট নেয়,যা এই মৌসুমে লা লিগার কোনো দলের এক ম্যাচে নেওয়া সর্বোচ্চ সংখ্যক শট। বিপরীতে মায়োর্কা একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি।
এই জয়ে বার্সেলোনা এখন ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। রিয়াল মাদ্রিদ বুধবার (২৩ এপ্রিল) গেটাফের বিপক্ষে মাঠে নামবে। ইউরোপা লিগের দৌড়ে থাকা মায়োর্কা ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে,যা সেল্টা ভিগোর চেয়ে এক পয়েন্ট বেশি হলেও সেল্টা একটি ম্যাচ কম খেলেছে।