ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নামে সংস্থাটি।
উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের কমিটি মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে।
দলটি সাকিব আল হাসানের অবৈধ সম্পদ সম্পর্কে খবর নিতে ইতিমধ্যে দপ্তরগুলোতে চিঠি দেয়া শুরু করেছে। জাতীয় দলের এ অলরাউন্ডারের নামে একটি হত্যা মামলাও আছে।