ভাটারা ও যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ২৩ এপ্রিল) সকালে সিএমএম আদালতে হাজির করার পর শুনানিতে আদালত এ রায় দেন।
এছাড়া বাড্ডা থানায় মামলা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২ দিনের রিমান্ড, যাত্রাবাড়ী থানার মামলায় শাহজাহান খানকে ১ দিন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি, ভাটারা থানার বিভিন্ন মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান, সাবেক এএসপি তানজিল আহম্মেদসহ ১০ জন গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ প্রত্যেককে সিএমএম আদালতে তোলা হয়। শুনানি চলাকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।