অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া: সিইসি

- আপডেট সময় : ০৪:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অস্ট্রেলিয়া সব ধরনের সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয় হাইকমিশনার সুসান রাইলীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় এ বৈঠক। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলি। নির্বাচনকেন্দ্রীক যেকোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী।
ভোটার তালিকা হালনাগাদসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি।
সিইসি বলেন, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন। সে নিয়ে কথা বলতে চায় না ইসি। তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতাবলে সেসব কাজ সম্পন্ন করছে ইসি।
তিনি বলেন, নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কেনাকাটার কাজ শুরু হয়েছে। এছাড়া সীমানা নির্ধারণে আইন পরিবর্তন দরকার। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কাজ শুরু হবে সীমানা নির্ধারণ নিয়ে। রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনেরও সময় বাড়ানো হয়েছে। মূলত নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
অস্ট্রেলিয় হাইকমিশনার সুসান রাইলী জানান, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এজন্য সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী।
এদিকে, নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করাসহ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা ১১টার দিকে শুরু হয় এ বৈঠক। এ বৈঠকে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।