‘আওয়ামী লীগ কোনো ভদ্রলোকের দল না’

- আপডেট সময় : ১০:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৬ বছর দেশটাকে লুট করে খেয়ে খালি করে দিয়ে গেছে। এটা আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। কারণ আওয়ামী লীগ কোনো ভদ্রলোকের দল না। তিনি বলেন, ‘শয়তানের সঙ্গে আপস হতে পারে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে না।’
আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘নবায়ন ফরমে মাধ্যমে যাতে কোন নব্য আওয়ামী লীগ বিএনপির ভিতরে ঢুকতে না পারে। যদি কোনো নেতাকর্মীর মাধ্যমে আওয়ামী লীগের কেউ ঢুকে পড়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামার ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা সেচ্ছাসেবক দলেন আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েসসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।