বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়র পদের বিষয়ে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। সেই হিসেবে গত ১৫ এপ্রিল নির্বাচন কমিশন রায়ের কপি পেয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব মন্তব্য করেন।
আদালতে আদেশে আপনি মেয়র পদে নির্বাচিত হয়েছেন, দায়িত্ব পেলে কতদিন তার মেয়াদ হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে গেজেট প্রকাশ করলে আইনজীবী প্যানেলের সঙ্গে বসার পর সেটা বলতে পারবো।
তিনি আরও বলেন, আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার। ইসি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। এসব নিয়ে আপডেটের জন্য সিইসির সঙ্গে কথা বলেছি। আমি সবকিছু আইন মেনেই করেছি। আইন হচ্ছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার। এটা এমন নয় যে, ওয়ান ফাইন মর্নিং কোর্ট রায় দিয়েছে। আমি আগেই মামলা করেছি। ওখানে মেয়র ছিলেন তাপস, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন।
গত ২৭ মার্চ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। একইসঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন।