ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

- আপডেট সময় : ১০:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে উদ্ভূত পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তান করাচি উপকূলে তাদের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে।
আগামী ২৪ থেকে ২৫ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা চালানো হবে বলে ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এই উন্নয়ন নজরদারিতে রেখেছে বলে জানিয়েছে এএনআই। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।
এই ঘোষণার আগে পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত কঠোর কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়। হামলায় ২৬ জন মানুষ প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সরাসরি হাত রয়েছে এই হামলার পেছনে।
ঘটনার পর ভারত একের পর এক সিদ্ধান্ত নেয়—বাতিল করে ১৯৬০ সালের ইন্দাস জলচুক্তি, বন্ধ করে দেয় ওয়াঘা সীমান্তের অ্যাটারি চেকপোস্ট, বাতিল করে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম’ এবং ইতিমধ্যে দেওয়া ভিসাগুলোও বাতিল ঘোষণা করে। ভারতের ভিসায় বর্তমানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে দু’দেশের হাইকমিশনে কর্মরত কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভারত, যা কার্যকর হবে ১ মে থেকে। এটি ২০২০ সালের পর সবচেয়ে বড় কূটনৈতিক সম্পর্ক ছেদ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন ও উন্নয়নের ধারায় যখন রাজ্য এগিয়ে যাচ্ছে, তখনই এই হামলা ঘটেছে। এটা পরিকল্পিতভাবেই স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা।’
অন্যদিকে, পাকিস্তানও দ্রুত জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ‘জাতীয় নিরাপত্তা নিয়ে যখন গুরুতর বিষয় ওঠে, তখনই এমন বৈঠক ডাকা হয়।’
পাশাপাশি পাকিস্তানের এক মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘মিথ্যা অজুহাতে কেউ কোনো রকম ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালালে তার ভয়াবহ পরিণতি হতে পারে।”