পাকিস্তানের পাল্টা পদক্ষেপ! ভারতীয়দের জন্য আকাশপথ বন্ধ

- আপডেট সময় : ১০:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

পাহলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তীব্রভাবে অবনতি হয়েছে। উভয় দেশই একের পর এক প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে, যা কার্যকরভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থবির করে দিয়েছে। গতকাল ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়। এর জেরে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান।
আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়। দেশটি সতর্কতা দিয়ে জানায়, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এর জবাবও সেই হিসেবে দেওয়া হবে।
জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান অসিম মুনিরসহ অন্যান্য সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠকে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এগুলোর সঙ্গে নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।
এছাড়া সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসলামাবাদ।
বৈঠকে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করা ভারত পানির প্রবাহ পাকিস্তান থেকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য যে কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তা ‘‘যুদ্ধের কাজ’’ হিসাবে ইসলামাবাদ বিবেচনা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মিরে হামলার ঘটনার পর ভারতের একতরফাভাবে ছয় দশকের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং অন্যান্য পদক্ষেপের জবাবে ইসলামাবাদ পাল্টা ঘোষণা করেছে।
বাণিজ্য স্থগিত: তৃতীয় দেশের মাধ্যমে পরিচালিত বাণিজ্যসহ ভারতের সাথে সমস্ত বাণিজ্য অবিলম্বে স্থগিত করা হয়েছে।
দ্বিপাক্ষিক চুক্তি: পাকিস্তান ঘোষণা করেছে যে তারা সিমলা চুক্তিসহ ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখবে।
সীমান্ত বন্ধ: ওয়াঘা সীমান্ত ভারত থেকে সমস্ত সীমান্ত পারাপারের জন্য বন্ধ করা হয়েছে, কোনও ব্যতিক্রম ছাড়াই।
আকাশপথ নিষেধাজ্ঞা: ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়-পরিচালিত সমস্ত বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশপথ অবিলম্বে বন্ধ করা হয়েছে।
কূটনৈতিক পদক্ষেপ: পাকিস্তান ভারতীয় সামরিক কূটনীতিকদের persona non grata ঘোষণা করেছে এবং ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে নামিয়ে এনেছে।
এই ঘটনাবলী ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতির ইঙ্গিত দেয়, যা কূটনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে আদান-প্রদানকে প্রভাবিত করে। ১৯৭২ সাল থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিপ্রস্তর সিমলা চুক্তি স্থগিত করার ফলে দুই দেশের মধ্যে সংলাপ এবং সংঘাত নিরসনের ভবিষ্যৎ কাঠামো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশকে সংযম অবলম্বন এবং সংলাপে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছে যাতে আরও অবনতি রোধ করা যায়।