ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিভেদের কারণে গণতন্ত্র যেন ফের বাধাগ্রস্ত না হয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

এতে যোগ দেন ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এ কর্মশালায় ৩১ দফার নানা দিক তুলে ধরেন বক্তব্য দেন বিএনপি’র প্রশিক্ষণ সেলের নেতারা।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বলেছিল। এর একটাই কারণ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা।

তারেক রহমান জানান, গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান বলেন, ‘দেশের ভালো যত কাজ তার ৭০ ভাগ বিএনপি করেছে। শহীদ জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। গণতন্ত্রের মতপার্থক্য থাকাই স্বাভাবিক, রাজনৈতিক দলের বিভেদের কারণে যদি গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হোক, এটা আর চাইনা। যে কোন মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

যারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেও ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই অনেক সমস্যার সমাধান তৃণমূলেই সম্ভব। গত ১৫ বছর দেশে জবাবদিহিতা ছিল না বলেই লুটপাট, দুঃশাসন, অনিয়ম হয়েছে।’

নারীর ক্ষমতায়ন আরও বাড়াতে বিএনপি সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

কর্মশালার জেলা উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিভেদের কারণে গণতন্ত্র যেন ফের বাধাগ্রস্ত না হয়: তারেক রহমান

আপডেট সময় : ১০:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

এতে যোগ দেন ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এ কর্মশালায় ৩১ দফার নানা দিক তুলে ধরেন বক্তব্য দেন বিএনপি’র প্রশিক্ষণ সেলের নেতারা।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বলেছিল। এর একটাই কারণ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা।

তারেক রহমান জানান, গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান বলেন, ‘দেশের ভালো যত কাজ তার ৭০ ভাগ বিএনপি করেছে। শহীদ জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। গণতন্ত্রের মতপার্থক্য থাকাই স্বাভাবিক, রাজনৈতিক দলের বিভেদের কারণে যদি গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হোক, এটা আর চাইনা। যে কোন মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

যারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেও ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই অনেক সমস্যার সমাধান তৃণমূলেই সম্ভব। গত ১৫ বছর দেশে জবাবদিহিতা ছিল না বলেই লুটপাট, দুঃশাসন, অনিয়ম হয়েছে।’

নারীর ক্ষমতায়ন আরও বাড়াতে বিএনপি সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

কর্মশালার জেলা উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।