ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরে। এরই মধ্যে গতকাল বুধবার সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ছাড়া বেইত শেমেশ এলাকায় আগুন লাগার কারণে পুলিশ মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ট্র্যাফিক রুট ৩৮ বন্ধ করে দিয়েছে এবং এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, আগুন প্রথমে মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে শুরু হয় এবং অত্যধিক তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং সারা দেশ থেকে ১০০ জনের বেশি কর্মী জেরুজালেম পাহাড়ের এশতাওল এলাকায় আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে রেহোভট শহরের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় দেখা গেছে। এলাকাটি ঘন ধোয়ায় ঘেরা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম পাহাড়ে আগুন নেভানোর সময় তিনজন অগ্নিনির্বাপণ কর্মী আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন। পুলিশের বিবৃতিতে কমিশনারের নির্দেশের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, রাতের অভিযানের জন্য বাহিনী প্রস্তুত রাখা উচিত। এ ছাড়া হাইওয়ে ও শহরের পুলিশ বিমান ইউনিটসহ সব ব্যবস্থা ব্যবহার করে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ও এর বিস্তার রোধে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য অগ্নিনির্বাপকদের একটি সাধারণ সমাবেশের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি।

বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য ‘শিমশোনৎ’ (সুপার হারকিউলিস) বিমান ব্যবহারের আহ্বান জানান নেতানিয়াহু। আগুন নেভাতে সহায়তা করার জন্য গ্রিসের মতো বিদেশি দেশগুলোর সহায়তা নেওয়ার প্রস্তুতিরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইসরায়েলের আবহাওয়া পরিষেবা গত মঙ্গলবার ও বুধবার আবহাওয়ার যে সতর্কতা জারি করেছে তাতে বলা হয়, তাপমাত্রা আরও বাড়বে।

দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে। ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদস্যরাও যোগ দিয়েছেন। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এ ছাড়া ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা ও পুলিশ কাজ করেছে।

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

আপডেট সময় : ১০:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরে। এরই মধ্যে গতকাল বুধবার সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ছাড়া বেইত শেমেশ এলাকায় আগুন লাগার কারণে পুলিশ মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ট্র্যাফিক রুট ৩৮ বন্ধ করে দিয়েছে এবং এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, আগুন প্রথমে মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে শুরু হয় এবং অত্যধিক তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং সারা দেশ থেকে ১০০ জনের বেশি কর্মী জেরুজালেম পাহাড়ের এশতাওল এলাকায় আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে রেহোভট শহরের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় দেখা গেছে। এলাকাটি ঘন ধোয়ায় ঘেরা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম পাহাড়ে আগুন নেভানোর সময় তিনজন অগ্নিনির্বাপণ কর্মী আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন। পুলিশের বিবৃতিতে কমিশনারের নির্দেশের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, রাতের অভিযানের জন্য বাহিনী প্রস্তুত রাখা উচিত। এ ছাড়া হাইওয়ে ও শহরের পুলিশ বিমান ইউনিটসহ সব ব্যবস্থা ব্যবহার করে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ও এর বিস্তার রোধে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য অগ্নিনির্বাপকদের একটি সাধারণ সমাবেশের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি।

বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য ‘শিমশোনৎ’ (সুপার হারকিউলিস) বিমান ব্যবহারের আহ্বান জানান নেতানিয়াহু। আগুন নেভাতে সহায়তা করার জন্য গ্রিসের মতো বিদেশি দেশগুলোর সহায়তা নেওয়ার প্রস্তুতিরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইসরায়েলের আবহাওয়া পরিষেবা গত মঙ্গলবার ও বুধবার আবহাওয়ার যে সতর্কতা জারি করেছে তাতে বলা হয়, তাপমাত্রা আরও বাড়বে।

দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে। ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদস্যরাও যোগ দিয়েছেন। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এ ছাড়া ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা ও পুলিশ কাজ করেছে।