শিরোপা উৎসবের অপেক্ষায় লিভারপুল

- আপডেট সময় : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। এই ড্রয়ের ফলে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। মিকেল আরতেতার দল এমিরেটস স্টেডিয়ামে হেরে গেলেই মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হতে পারত আর্নে স্লটের শিষ্যরা। তবে এখন শিরোপা উৎসবের জন্য লিভারপুলকে তাকিয়ে থাকতে হচ্ছে রোববার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ম্যাচের দিকে,যেখানে একটি ড্র-ই যথেষ্ট হবে তাদের জন্য।
ঘরের মাঠ এমিরেটসে এই ড্রয়ের পর ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৬৭। অন্যদিকে,এক ম্যাচ কম খেলে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। কাগজে-কলমে আর্সেনালের পক্ষে লিভারপুলকে ছুঁয়ে ফেলা সম্ভব হলেও (যদি লিভারপুল তাদের বাকি সব ম্যাচ হারে এবং আর্সেনাল সব ম্যাচ জেতে) বাস্তবতার নিরিখে তা প্রায় অসম্ভব। কারণ,পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে লিভারপুল (+১০) আর্সেনালের চেয়ে অনেকটাই এগিয়ে। তাই,লিভারপুলের শিরোপা জয় এখন কেবল সময়ের অপেক্ষা।
ঘরের মাঠে আর্সেনাল ম্যাচের শুরুতেই লিড নেয়। তৃতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার জাকোভ কিউইওর। তবে গোল হজম করে দমে যায়নি ক্রিস্টাল প্যালেস। ২৭ মিনিটে মিডফিল্ডার এবেরেচি এজের দুর্দান্ত এক ভলিতে সমতায় ফেরে তারা। বিরতির ঠিক আগে,৪২ মিনিটে বেলজিয়ান উইঙ্গার লেয়ান্দ্রো ত্রোসার্ড গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে দেন (২-১)।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। ক্রিস্টাল প্যালেস সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় এবং বেশ কয়েকবার গোলের কাছাকাছিও পৌঁছায়। অন্যদিকে,আর্সেনালও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল; একবার বল জালে জড়ালেও তা বাতিল হয়ে যায়। অবশেষে ৮৩ মিনিটে প্যালেসের প্রচেষ্টা সফল হয়। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে ফরাসি স্ট্রাইকার জাঁ-ফিলিপ-মাতেতার অবিশ্বাস্য শটে স্কোরলাইন ২-২ হয়।
শেষদিকে আর্সেনাল জয়সূচক গোলের জন্য চেষ্টা করলেও প্যালেসের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। এই ড্রয়ের ফলে আর্সেনালের ক্ষীণ শিরোপা সম্ভাবনাটুকুও প্রায় শেষ হয়ে গেল আর লিভারপুল এখন নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে শিরোপা উৎসব পালনের দ্বারপ্রান্তে।