ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় হামলায় সাংবাদিক ও তাঁর স্ত্রী–সন্তানসহ নিহত আরও ৪৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে। সর্বশেষ ২৪ ঘণ্টারও কম সময়ে এক সাংবাদিক ও তাঁর স্ত্রী–সন্তানসহ নিহত হয়েছেন অন্তত ৪৫ জন।

আজ বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটির লাইভে জানানো হয়, বুধবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৪৫ প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকে।

আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন, গাজা সিটির উত্তরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়ে কমপক্ষে ছয়জনকে হত্যা করেছে। শেখ রাদওয়ান পাড়ায় এই হামলায় একজন নারী এবং চার শিশু নিহত হয়েছে।

নিহতদের মধ্যে আল-আকসা রেডিওর সাংবাদিক সাঈদ আবু হাসানাইনও রয়েছেন। মধ্য গাজার দেইর এল-বালাহে তাদের তাঁবুতে বোমা হামলার পর এই প্রতিবেদক তার স্ত্রী এবং মেয়ে সহ নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

এর মাঝে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হয়। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় হামলায় সাংবাদিক ও তাঁর স্ত্রী–সন্তানসহ নিহত আরও ৪৫

আপডেট সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে। সর্বশেষ ২৪ ঘণ্টারও কম সময়ে এক সাংবাদিক ও তাঁর স্ত্রী–সন্তানসহ নিহত হয়েছেন অন্তত ৪৫ জন।

আজ বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটির লাইভে জানানো হয়, বুধবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৪৫ প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকে।

আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন, গাজা সিটির উত্তরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়ে কমপক্ষে ছয়জনকে হত্যা করেছে। শেখ রাদওয়ান পাড়ায় এই হামলায় একজন নারী এবং চার শিশু নিহত হয়েছে।

নিহতদের মধ্যে আল-আকসা রেডিওর সাংবাদিক সাঈদ আবু হাসানাইনও রয়েছেন। মধ্য গাজার দেইর এল-বালাহে তাদের তাঁবুতে বোমা হামলার পর এই প্রতিবেদক তার স্ত্রী এবং মেয়ে সহ নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

এর মাঝে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হয়। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।