কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

- আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান-ভারত সম্পর্কের বেশ অবনতি হয়েছে। দুই দেশই সীমান্তে কড়া অবস্থান ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণে করেছে। এরই মধ্যে সীমান্তে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে গোলাগুলির তথ্য প্রকাশ পেলেও, পাকিস্তানের কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদন বলছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বৃহস্পতিবার রাতের দিকে ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভারতীয় সেনা কর্মকর্তাদের দাবি, “ছোট অস্ত্র দিয়ে কিছু জায়গায় গুলি চালানো হয়েছিল। আমরা ‘যথাযথভাবে জবাব’ দিয়েছি।” পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক যখন উত্তপ্ত হয়ে উঠেছে ঠিক তখনই দুই দেশের সীমান্তে এ ঘটনা ঘটলো।
পেহেলগামের হামলার পর প্রথমে ভারত এবং পরে পাকিস্তান, একে অপরের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। এ সব পদক্ষেপগুলোর মধ্যে দুই দেশেরই ওয়াঘা-আটারি সমন্বিত সীমান্ত চৌকি বন্ধের ঘোষণার পাশাপাশি দুটি দেশই অপর দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণাও দিয়েছে।