তাওহিদ হৃদয়ের শাস্তি পাওয়া নিয়ে নাটক যেন থামছেই না। এবার সেই নাটকে যোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চলতি মৌসুমে অসুস্থ হয়ে মাঠ ছাড়ার আগে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) মিরপুরে বিসিবি কার্যালয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেন তামিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। বিসিবি সভাপতি ছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন দুই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।
আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আজকে আমরা যে কারণে সবাই এখানে একসঙ্গে হয়েছি। যেটা গত দুই তিন চার মাসের কিছু কিছু ইন্সিডেন্ট ঘটেছে। যেটি নিয়ে প্রত্যেকটা খেলোয়াড়ের মনে একটা প্রশ্ন ছিল তারা হতাশ ছিল। আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। প্রথম কথা তাওহীদ হৃদয় ওর সঙ্গে মাঠে একটা ঘটনা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রথমে হৃদয়কে দুইটা ম্যাচ নিষেধাজ্ঞা দেয়। যখন নিষেধাজ্ঞা দেয় তখন কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কথা বলে নাই। এটা নিয়েও আমরা কেউ কোনো কথা বলিনি। তার কিছুদিন পরে দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হলো। এটা বিসিবি করেছে, তখন আমরা কোন ধরনের কোনো কথা বলিনি। গতকাল আবার নিষেধাজ্ঞা দিয়েছে এটা কোন রুলে কিভাবে করছে আমার কাছে জানা নেই। এটা খুব হাস্যকর এটা কোনভাবেই নিষেধাজ্ঞা হতে পারে না।’