ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এ সশস্ত্র হামলার সঙ্গে জড়িত। গত ২২ এপ্রিলের এই ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে আরো ভাটা পড়েছে। এবার রাজনৈতিক এই টানা-পোড়েনের প্রভাব পড়েছে খেলার মাঠেও।

কাশ্মিরের হামলার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। এই ঘটনার প্রতিবাদে পিএসএলে কর্মরত ভারতীয় নাগরিকদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা পাকিস্তান লিগের সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। তারা চলে গেলে বিঘ্ন ঘটতে পারে লিগের সম্প্রচারের কাজে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শাহবাজ শরিফ সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান রয়েছেন।’

রাজনৈতিক টানাপোড়নে ২০১৩ সালের পর দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি দুই দেশ। শুধুমাত্র আইসিসি ও এসিসির ইভেন্টে দেখা যায় দুই দলের দ্বৈরথ। তবে কাশ্মিরে হামলার ঘটনায় অদূর ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, আমরা আক্রান্তদের পাশে আছি এবং গভীরভাবে শোকাহত। আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটার প্রতি সম্পূর্ণভাবে অনুগত। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আমরা খেলি না এবং ভবিষ্যতেও খেলব না। তবে আইসিসি ইভেন্টের ক্ষেত্রে আমরা খেলবো, কারণ তা আইসিসির আওতাধীন।

এদিকে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। শুধু তা-ই নয়, নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এ সশস্ত্র হামলার সঙ্গে জড়িত। গত ২২ এপ্রিলের এই ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে আরো ভাটা পড়েছে। এবার রাজনৈতিক এই টানা-পোড়েনের প্রভাব পড়েছে খেলার মাঠেও।

কাশ্মিরের হামলার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। এই ঘটনার প্রতিবাদে পিএসএলে কর্মরত ভারতীয় নাগরিকদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা পাকিস্তান লিগের সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। তারা চলে গেলে বিঘ্ন ঘটতে পারে লিগের সম্প্রচারের কাজে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শাহবাজ শরিফ সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান রয়েছেন।’

রাজনৈতিক টানাপোড়নে ২০১৩ সালের পর দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি দুই দেশ। শুধুমাত্র আইসিসি ও এসিসির ইভেন্টে দেখা যায় দুই দলের দ্বৈরথ। তবে কাশ্মিরে হামলার ঘটনায় অদূর ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, আমরা আক্রান্তদের পাশে আছি এবং গভীরভাবে শোকাহত। আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটার প্রতি সম্পূর্ণভাবে অনুগত। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আমরা খেলি না এবং ভবিষ্যতেও খেলব না। তবে আইসিসি ইভেন্টের ক্ষেত্রে আমরা খেলবো, কারণ তা আইসিসির আওতাধীন।

এদিকে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। শুধু তা-ই নয়, নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।