ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার দুপুরে নাটোর শহরের লালবাজার স্বর্ণকার পট্টিতে স্বর্ণশিল্প মালিক ও কারিগরদের আয়োজনে ১২তম মহাপ্রভুর বাৎসরিক ভোগ মহোৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এই দেশ আমাদের। এই দেশে যার যার ধর্ম সে সে পালন করি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন হিন্দু ভাইদের ঘর, বাড়ি ও জমি দখলসহ চাঁদাবাজি হয়েছে। ১৯৯১ সাল থেকে ৯৬ সাল বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা আপনাদের পাহারা দিয়েছি। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা অনেক কষ্ট করেছেন।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলু আরও বলেন, ‘আমাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমান আপনাদের সাথে আছেন। আপনাদের সাথেই থাকবেন। এখানে আমাদের হিন্দু–মুসলমানের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা সবাই ভাই ভাই, আগামীতে আমরা সবাই মিলে নাটোরের উন্নয়নে এক থাকব।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা জুয়েলার্স সমিতির সভাপতি স্বপন কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক রঘুনাথ কর্মকারসহ সমিতির নেতারাসহ সকল মহাজন ও কারিগররা। শ্রী মন মহাপ্রভুর বাৎসরিক ভোগ মহোৎসব অন্তে উপস্থিত সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১১ বছর ধরে স্বর্ণকার পট্টির সকল মহাজন ও কারিগররা দেশ ও জাতির মঙ্গল কামনায় লালবাজার স্বর্ণকার পট্টিতে শ্রী মন মহাপ্রভুর ভোগ মহোৎসবের আয়োজন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু

আপডেট সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার দুপুরে নাটোর শহরের লালবাজার স্বর্ণকার পট্টিতে স্বর্ণশিল্প মালিক ও কারিগরদের আয়োজনে ১২তম মহাপ্রভুর বাৎসরিক ভোগ মহোৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এই দেশ আমাদের। এই দেশে যার যার ধর্ম সে সে পালন করি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন হিন্দু ভাইদের ঘর, বাড়ি ও জমি দখলসহ চাঁদাবাজি হয়েছে। ১৯৯১ সাল থেকে ৯৬ সাল বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা আপনাদের পাহারা দিয়েছি। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা অনেক কষ্ট করেছেন।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলু আরও বলেন, ‘আমাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমান আপনাদের সাথে আছেন। আপনাদের সাথেই থাকবেন। এখানে আমাদের হিন্দু–মুসলমানের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা সবাই ভাই ভাই, আগামীতে আমরা সবাই মিলে নাটোরের উন্নয়নে এক থাকব।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা জুয়েলার্স সমিতির সভাপতি স্বপন কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক রঘুনাথ কর্মকারসহ সমিতির নেতারাসহ সকল মহাজন ও কারিগররা। শ্রী মন মহাপ্রভুর বাৎসরিক ভোগ মহোৎসব অন্তে উপস্থিত সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১১ বছর ধরে স্বর্ণকার পট্টির সকল মহাজন ও কারিগররা দেশ ও জাতির মঙ্গল কামনায় লালবাজার স্বর্ণকার পট্টিতে শ্রী মন মহাপ্রভুর ভোগ মহোৎসবের আয়োজন করে আসছে।