ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারত–পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে দু দেশকেই ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান বলে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব গত ২৪ ঘণ্টায় ওই সরকারগুলোর সাথে সরাসরি কোনো যোগাযোগ করেননি। তবে পরিস্থিতি খুব কাছ থেকে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন। ২২ তারিখে জম্মু ও কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা স্পষ্ট নিন্দা জানাই।

ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব উভয় সরকারকে সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং আমরা যে পরিস্থিতি দেখেছি, তা যেন আরও খারাপ না হয় তা নিশ্চিত করতে উৎসাহিত করেছেন। আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে যেকোনো সমস্যা অর্থপূর্ণ পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।

গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দু দেশে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি।

নিউজটি শেয়ার করুন

ভারত–পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আপডেট সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে দু দেশকেই ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান বলে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব গত ২৪ ঘণ্টায় ওই সরকারগুলোর সাথে সরাসরি কোনো যোগাযোগ করেননি। তবে পরিস্থিতি খুব কাছ থেকে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন। ২২ তারিখে জম্মু ও কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা স্পষ্ট নিন্দা জানাই।

ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব উভয় সরকারকে সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং আমরা যে পরিস্থিতি দেখেছি, তা যেন আরও খারাপ না হয় তা নিশ্চিত করতে উৎসাহিত করেছেন। আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে যেকোনো সমস্যা অর্থপূর্ণ পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।

গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দু দেশে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি।