ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ইতালির রোম পৌছেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়।
বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট লুকা মারারেসে ও ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার সকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে আবারও সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। রবিবার সকালে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিয়ুমিচিনো বিমানবন্দর থেকে ড. ইউনূস বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
পোপ ফ্রান্সিস গত সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।