সেমিফাইনালে বড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি

- আপডেট সময় : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি। কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। টুর্নামেন্টের ফাইনালের পথে এগিয়ে থাকার পাশাপাশি প্রতিশোধটাও দারুণভাবে নিয়ে নিল ভ্যাঙ্কুভার। ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে বড় পাহাড়ই টপকাতে হবে মায়ামিকে।
ক্লাব ইতিহাসে এর আগে মোটে একবারই মায়ামির বিপক্ষে খেলেছে ভ্যাঙ্কুভার। ২০২৪ সালের মে-র ওই ম্যাচে মায়ামির মাঠে গিয়ে ২-১ গোলে হেরেছিল কানাডার ক্লাবটি। চোটের কারণে ওই ম্যাচটা খেলতে পারেননি মেসি। প্রতিশোধের ম্যাচে এবার মেসি খেললেও আর্জেন্টাইন মহাতারকাকে দারুণভাবে আটকে রাখে ভ্যাঙ্কুভার ডিফেন্স। তাতে প্রতিশোধটাও মধুর হয়েছে জেসপার সোরেনসেনের দলের।
ভ্যাঙ্কুভারের ঘরের মাঠ বিসি প্যালেসে অবশ্য ম্যাচজুড়ে আক্রমণ-কিংবা বলের দখলে এগিয়ে ছিল মায়ামি। কিন্তু মায়ামির আক্রমণভাগে লুইস সুয়ারেস-তাদিও আলেনদেরা একের পর এক গোল মিসের মহড়া দিয়ে গেছেন। বিপরীতে প্রতি-আক্রমণনির্ভর ফুটবলেই সাফল্য পেয়েছে সোরেনসেনের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকে মায়ামি দাপট দেখালেও দুবার প্রায় গোলের কাছাকাছি গিয়েছিল ভ্যাঙ্কুভার। এর মধ্যে একবার মায়ামি বেঁচে যায় আর্জেন্টাইন গোলকিপার অস্কার উস্তারির দৃঢ়তায়। তবে বেশিক্ষণ গোলমুখ অক্ষত রাখতে পারেননি উস্তারি। ম্যাচের ২৪ মিনিটে দারুণ এক প্রতিআক্রমণে পেদ্রো ভিতের মাপা পাসে ব্রায়ান হোয়াইটের হেডে এগিয়ে (১-০) যায় ভ্যাঙ্কুভার।
গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া মায়ামি আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ২৯তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার শট লক্ষ্যেই থাকেনি। ৪ মিনিট পর মায়ামির ডিফেন্ডার তেলেস্কো সেগোইভার প্রচেষ্টা আটকে যায় হোয়াইটের দারুণ এক ট্যাকলে।
৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে আবারও শট নিয়েছিলেন মেসি। এবার মেসির শট আটকে দেন ভ্যাঙ্কুভার গোলকিপার। এতে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আরও বেশি আক্রমণাত্মক খেলতে থাকেন মেসিরা। কিন্তু ভ্যাঙ্কুভারের ১১জনই নিজেদের অর্ধে নেমে আসেন। তবে সুযোগ বুঝে ঠিকই প্রতি আক্রমণে ওঠে ভ্যাঙ্কুভার। তেমনই এক প্রতিআক্রমণেই দ্বিতীয় গোলের দেখা পেয়েছে কানাডার ক্লাবটি।
ম্যাচের ৮৫ মিনিটে নিজেদের অর্ধে বল পেয়ে ডান প্রান্ত ধরে এগিয়ে ক্রস করেন ডেজন নেলসন। বক্সের ভেতর থেকে দারুণ শটে স্কোরলাইন ২-০ করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার সেবাস্তিয়ান বেরহাল্টার।
শেষ দিকে মায়ামি বহু চেষ্টা চালিয়েও ব্যবধান কমাতে পারেনি। আগামী ১ মে বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠে ফিরতি লেগে খেলতে নামবে মায়ামি।