ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড় পরিসরে কর্মী সম্মেলনের আয়োজন শেষ হলো। আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) মহানগর ও জেলা জামায়াতের ইসলামীর আয়োজনে নগরীর সার্কিট হাউজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ এখন সাফার করছে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ের দাবিও জানান তিনি।

সকাল থেকেই উপজেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিলে নারায়ে তাকবির ধ্বনি, হাতে দলীয় পতাকা-ব্যানার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতারা হাজির হতে থাকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে।

আওয়ামী লীগ সরকারের আমলে দলটির উপর চলে নির্যাতনের স্টিম রুলার, সবশেষ আদালতের রায়ে দলের নিবন্ধন হারায় দেশের অন্যতম বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর আকাশে কালো মেঘের ঘনঘটা ছাপিয়ে আবার যেন নতুন সূর্যের দেখা পায় দলটি।

তাইতো প্রায় ১৭ বছর পর এত বড় পরিসরে ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ময়মনসিংহবাসী দেখলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর এত বড় কর্মী সম্মেলন। এই আয়োজনে তাই উৎফুল্ল নেতাকর্মীরা।

তবে তৃণমূল থেকে আসা হাজারও নেতাকর্মীর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আজকের সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তার দিকনির্দেশনা, আগামীতে দেশ ও দলের রাজনীতিসহ আসন্ন নির্বাচনে নিয়ে তার বক্তব্য শুনতে আগ্রহের সীমা ছিল নেতাকর্মীদের মধ্যে।

এরপর প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জানান, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন সাফার করছে, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও আহ্বান জানান তিনি। এছাড়া পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করাসহ নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট নিয়েও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকার না থাকার কারণে, স্থানীয় সরকার নির্বাচনটা দেন আগে। আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু।’

তিনি বলেন, ‘ঐক্যের শক্তিতেই বিজয় আসবে, এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্য আমাদের নয়। সমস্ত মানুষের ভোট ও জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে।’

জামায়াতের আমির বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কুরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেয়া হবে না।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। তাদের বিচার নিশ্চিত করুন।’

বিভাগের পাঁচ জেলায় কর্মী সম্মেলন চালিয়ে যাবার মাধ্যমে সাংগঠনিকভাবে তৃণমূলে জামায়াতকে আরো সংগঠিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সম্মেলন থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’

আপডেট সময় : ০৫:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড় পরিসরে কর্মী সম্মেলনের আয়োজন শেষ হলো। আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) মহানগর ও জেলা জামায়াতের ইসলামীর আয়োজনে নগরীর সার্কিট হাউজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ এখন সাফার করছে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ের দাবিও জানান তিনি।

সকাল থেকেই উপজেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিলে নারায়ে তাকবির ধ্বনি, হাতে দলীয় পতাকা-ব্যানার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতারা হাজির হতে থাকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে।

আওয়ামী লীগ সরকারের আমলে দলটির উপর চলে নির্যাতনের স্টিম রুলার, সবশেষ আদালতের রায়ে দলের নিবন্ধন হারায় দেশের অন্যতম বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর আকাশে কালো মেঘের ঘনঘটা ছাপিয়ে আবার যেন নতুন সূর্যের দেখা পায় দলটি।

তাইতো প্রায় ১৭ বছর পর এত বড় পরিসরে ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ময়মনসিংহবাসী দেখলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর এত বড় কর্মী সম্মেলন। এই আয়োজনে তাই উৎফুল্ল নেতাকর্মীরা।

তবে তৃণমূল থেকে আসা হাজারও নেতাকর্মীর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আজকের সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তার দিকনির্দেশনা, আগামীতে দেশ ও দলের রাজনীতিসহ আসন্ন নির্বাচনে নিয়ে তার বক্তব্য শুনতে আগ্রহের সীমা ছিল নেতাকর্মীদের মধ্যে।

এরপর প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জানান, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন সাফার করছে, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও আহ্বান জানান তিনি। এছাড়া পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করাসহ নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট নিয়েও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকার না থাকার কারণে, স্থানীয় সরকার নির্বাচনটা দেন আগে। আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু।’

তিনি বলেন, ‘ঐক্যের শক্তিতেই বিজয় আসবে, এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্য আমাদের নয়। সমস্ত মানুষের ভোট ও জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে।’

জামায়াতের আমির বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কুরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেয়া হবে না।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। তাদের বিচার নিশ্চিত করুন।’

বিভাগের পাঁচ জেলায় কর্মী সম্মেলন চালিয়ে যাবার মাধ্যমে সাংগঠনিকভাবে তৃণমূলে জামায়াতকে আরো সংগঠিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সম্মেলন থেকে জানানো হয়।