ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৮৪ ফিলিস্তিনি নিহত

- আপডেট সময় : ১১:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। শুক্রবার (২৫ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ও আহতের হিসেব সংক্রান্ত গণনাতেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আইডিএফের অভিযান শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০০ জন। এ ছাড়া আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে পৌঁছেছে। নিহত ও আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু বলেও জানা গেছে।
যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। গাজায় দ্বিতীয় দফার এ অভিযানে গত ৩৮ দিনে নিহত হয়েছেন ২০৬০ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল থেকে ২৫১ জনকে হামাসের যোদ্ধারা জিম্মি করে। তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।