ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্যাপ্টেন নাছিম খান স্কলার শীপ ফাউন্ডশনের বৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা কমিউনিটি হাসপাতালরে অঙ্গ প্রতষ্ঠিান ইনস্টটিউিট অব কমিউনিটি হেলথ এর মেধাবী গরীব ছাত্র /ছাত্রীদের স্কলারশীপ দেওয়ার জন্য ক্যাপ্টন নাছিম খানের পরবিার উদ্যোগে অত্র প্রতষ্ঠিানে ক্যাপ্টনে নাছিম খান স্কলার শীপ ফাউন্ডশেন ফান্ড গঠন করা হয় ২০১১ সাল। একই বছর থেকে এই পর্যন্ত ১৩০ জন ছাত্র/ ছাত্রীকে স্কলারশীপ প্রদান করা হয়।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা কমিউনিটি হাসপাতালের ইনস্টটিউিট অব কমিউনিটি হেলথ এর অডিটোরিয়ামে ক্যাপ্টন নাছিম খান স্কলারশীপ ফাউন্ডশেনর উদ্যোগে ১০ জন মেধাবি ছাত্র/ ছাত্রীকে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, গভনিংবডি, আইসিএইচবি ও ট্রাস্টি মেম্বার ডিসিএইচ কাজী হাবিবুর রহমান, ট্রাস্টি ও একাডেমী ডিরেক্টর ,আইসিএইচবি ডা: রহমিা আলী, অধ্যক্ষ আইসিএইচবি ডা: আমিন সাবের, প্রফেসর ইংরেজি বিভাগ আইসিএইচবি, প্রফেসর কাজী তৌফিকুর রহমান, আনিছুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মো: আশিকুর রহমান স্বাধীন, মিসেস সাবিত্রা রায়, সহকারী অধ্যাপক মো: আনিছুর রহমান, মোঃ শফিকুর রহমান, এডমিন অফিসার মো: তুষার হোসেন, ভজন চন্দ্র দাস এবং আইসিএইচবি শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

ক্যাপ্টেন নাছিম খান স্কলার শীপ ফাউন্ডশনের বৃত্তি প্রদান

আপডেট সময় : ১১:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ঢাকা কমিউনিটি হাসপাতালরে অঙ্গ প্রতষ্ঠিান ইনস্টটিউিট অব কমিউনিটি হেলথ এর মেধাবী গরীব ছাত্র /ছাত্রীদের স্কলারশীপ দেওয়ার জন্য ক্যাপ্টন নাছিম খানের পরবিার উদ্যোগে অত্র প্রতষ্ঠিানে ক্যাপ্টনে নাছিম খান স্কলার শীপ ফাউন্ডশেন ফান্ড গঠন করা হয় ২০১১ সাল। একই বছর থেকে এই পর্যন্ত ১৩০ জন ছাত্র/ ছাত্রীকে স্কলারশীপ প্রদান করা হয়।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা কমিউনিটি হাসপাতালের ইনস্টটিউিট অব কমিউনিটি হেলথ এর অডিটোরিয়ামে ক্যাপ্টন নাছিম খান স্কলারশীপ ফাউন্ডশেনর উদ্যোগে ১০ জন মেধাবি ছাত্র/ ছাত্রীকে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, গভনিংবডি, আইসিএইচবি ও ট্রাস্টি মেম্বার ডিসিএইচ কাজী হাবিবুর রহমান, ট্রাস্টি ও একাডেমী ডিরেক্টর ,আইসিএইচবি ডা: রহমিা আলী, অধ্যক্ষ আইসিএইচবি ডা: আমিন সাবের, প্রফেসর ইংরেজি বিভাগ আইসিএইচবি, প্রফেসর কাজী তৌফিকুর রহমান, আনিছুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মো: আশিকুর রহমান স্বাধীন, মিসেস সাবিত্রা রায়, সহকারী অধ্যাপক মো: আনিছুর রহমান, মোঃ শফিকুর রহমান, এডমিন অফিসার মো: তুষার হোসেন, ভজন চন্দ্র দাস এবং আইসিএইচবি শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।