ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয় : রিজভী

- আপডেট সময় : ১১:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে।
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দের অবসান চায় জনগণ।’ দাবী করেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার।
তিনি বলেন, “কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ‘২৪ এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে।”
রিজভী বলেন, পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছিল, আন্দোলনের সেই ফ্যাসিবাদের প্রতিকৃতি ব্যবহারের কারণে শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। পতিত ফ্যাসিবাদ তার অধঃপতনের পরও পাচার করা টাকার জোরে যেমন হুমকি দিচ্ছে তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রশের শিকার। আমরাও আন্দোলন করেছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। তবে কথা হলো, তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে যায়, আমাদের নেতাকর্মীদের নামে মামলা ৬০ লাখ। একটি দেশের জনসংখ্যার চেয়ে আমাদের এখানে আসামির সংখ্যা বেশি। এটা কেন হবে?’
বিএনপির এই মুখপাত্র বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মোটামুটি আট মাস হয়ে গেছে। শেখ হাসিনা যে নির্বাচনকে কলঙ্কিত করে অদৃশ্য করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করবেন, ড. ইউনূসের কাছে এটাই জনগণের প্রত্যাশা।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন-এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা স্পষ্ট করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম আমানুল্লাহ, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ, সদস্যসচিব ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।