প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে

ইতালির রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। শনিবার (২৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার হোটেল রুমে এই সাক্ষাৎ হয়। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এদিন প্রধান উপদেষ্টা ভ্যাটিক্যান সিটিতে প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানান। তিনি কফিনের সামনে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর পর বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন।
তিনি জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, কেনিয়া, বেলজিয়াম, পর্তুগালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।