গাজার মানুষ দুর্ভোগে আছে, নেতানিয়াহুকে ট্রাম্প

- আপডেট সময় : ১১:১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিয়ে উদ্বেগের বিষয়টি উঠেছিল কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘গাজার বিষয়টি উঠেছিল এবং আমি বলেছি, আমাদের গাজার প্রতি সদয় হতে হবে…এসব মানুষ দুর্ভোগে আছে।’
গাজায় সহায়তা প্রবেশের জন্য চেকপয়েন্ট খুলে দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন কি না জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টা দেখছি। সেখানে (গাজা) ওষুধ ও খাদ্যের খুব বড় চাহিদা আছে এবং আর আমরা বিষয়টা দেখছি।’
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২ মার্চের পর যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে ইসরায়েল জানায়, হামাস অবশিষ্ট সব জিম্মিকে ছেড়ে দেওয়ার আগে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে পণ্যসামগ্রী ও প্রয়োজনীয় সরবরাহ প্রবেশ করবে না।
গতকাল শুক্রবার সকালে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানায়, গাজায় তাদের খাদ্যের মজুত ফুরিয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজার তিন শর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।