ফের মা হতে চলেছেন ‘লাফটার ক্যুইন’ ভারতী সিংহ?

- আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

এক পুত্রসন্তানকে নিয়ে সুখী সংসার তাঁদের। কমেডিয়ান অভিনেত্রী ভারতী সিংহ (Bharti Singh) ও হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। তবে দ্বিতীয়বারের জন্য কি বাবা মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় এই জুটি? তাঁদের ছোট্ট সন্তানের বয়স মাত্র ৩ বছর। আর দ্বিতীয়বার কি অন্তঃসত্ত্বা ভারতী সিংহ? সদ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই গুঞ্জনই। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ভারতী। বাবা হতে চলেছেন হর্ষ? এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন দম্পতি।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতী বলেছেন, তাঁদের ছেলে লক্ষ্য ওরফে গোলার বয়স এখন মাত্র ৩ বছর। এটাই তাঁদের দ্বিতীয়বার বাবা মা হওয়ার সঠিক সময়। দ্বিতীয়বার বাবা মা হতে চান হর্ষ ও ভারতী। শুধু তাই নয়, ভারতী জানান, তিনি চলতি বছরেই অন্তঃসত্ত্বা হতে চান কারণ তিনি মনে করেন এটাই সঠিক সময়। সুতরাং ২০১৫ সালেই যে তাঁরা সন্তানের পরিকল্পনা করছেন, এই কথা স্পষ্টভাবে জানিয়ে দেন হর্ষ ও ভারতী। তবে ভারতী যে এখনও অন্তঃসত্ত্বা নন, সেই কথাও স্পষ্ট জানিয়ে দেন। এখানেই শেষ নয়, ভারতী জানিয়ে দেন, তিনি দ্বিতীয় সন্তান হিসেবে চান কন্যাসন্তানই। কর্মক্ষেত্রে, আপাতত ভারতী Laughter Chefs 2 সঞ্চালনা করছেন। অন্যদিকে হর্ষ সঞ্চালনা করছেন Superstar Singer।
প্রসবের মাত্র ১২ দিন পরেই কাজে ফিরেছিলেন ভারতী। সেই সময়ে একরত্তি পুত্রকে বাড়িতে রেখে শ্যুটিংয়ে বেরনোর জন্য চূড়ান্ত ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছিল ভারতীকে। সেই সময়ে অনেকেই ভারতীকে অর্থলোভী বলে কটাক্ষ করেছিল। ‘খতরাঁ খতরাঁ’ অনুষ্ঠানে সেই সময়ে সঞ্চালনা করতেন তিনি। সেই কাজেই ফিরেছিলেন তিনি।
এক বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতী। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার হয়েছিল কমেডিয়ান ও সঞ্চালিকা ভারতী সিংহের। প্রচণ্ড পেটে যন্ত্রণা হয় তাঁর, পরীক্ষা করে দেখা যায় পাথর জমেছে গলব্লাডারে। এরপরেই হয় অপারেশন। এই গোটা সময়টা তিনি ডকুমেন্ট করে রাখেন। হাসপাতালের বিছানা থেকে সম্পূর্ণটা ক্যামেরাবন্দি করেন তিনি, যেখানে তাঁর সঙ্গে স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও দেখা যায়। নিজের ইউটিউব চ্যানেলে এই ভিডিও পোস্ট করেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার নানা সময় ক্যামেরাবন্দি করেন তিনি। সেখানেই জানা যায়, প্রথমে পেটে ব্যথা হওয়ায় ও তা বাড়তে থাকায় তিনি ভাবেন যে বাড়াবাড়ি রকমের অ্যাসিডিটি বা ফুড পয়জনিং হয়েছে তাঁর। তবে পরবর্তীকালে দেখা যায় যে তাঁর গলব্লাডারে পাথর হয়েছে। তিনি অনুরাগীদের বলেন, ‘শেষ তিন দিন ধরে ভয়ঙ্কর, অন্তহীন যন্ত্রণা’য় ছিলেন তিনি।